সাবেক সিটি মেয়র মনজুর আলম বলেছেন, আহলে বায়তকে সম্মান ও শ্রদ্ধা জানানোর উত্তম মাধ্যম হচ্ছে রাসূল (সা.)-এর স্মৃতিচারণ, জীবনাদর্শ নিয়ে আলোচন করা। মহানবীর (সা.) প্রতি ভালোবাসা নৈতিক ও ঈমানী দায়িত্ব। নবীপ্রেম মানুষকে নৈতিকতা শেখায়। তিনি গতকাল বুধবার শীতলপুর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে শোহাদায়ে কারবালা মাহফিলের তৃতীয় দিনে সভাপতির বক্তব্য রাখছিলেন। মাহফিলে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলা আবুল কালাম আমিরী, মসজিদে তৈয়বিয়ার খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, মাওলানা আব্দুল মান্নান, শীতলপুুর জামে মসজিদের পেশ ইমাম ইব্রাহিম আল কাদেরী, হাফেজ মাওলানা মো. ফারুক, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। শোহাদায়ে কারবালা মাহফিল ১০ মহররম পর্যন্ত চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন