বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে সরকার কাজ করছে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৩৯ পিএম

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাউকে পেছনে ফেলে রেখে এগিয়ে চলায় বিশ্বাস করে না। তাই প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল স্তরের মানুষকে সমানভাবে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।

আজ বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের ফুলপুরে জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচি ও তারাকান্দা উপজেলার পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ হাতে দেশ পরিচালনা করছেন। আমরা তার ফল পাচ্ছি। দেশে এখন কোন মানুষ অনাহারে থাকে না। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক নিরাপত্তাকে সরকার অগ্রাধিকার দিয়েছে। দেশের প্রতিটি অসহায় মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা পাবে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক হারুন অর রশিদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের মোহাম্মদ আসাদুজ্জামান, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক, ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক, ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিঃ যুগ্ম আহবায়ক এমএ হাকিম সরকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, ফুলপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, তারাকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলপুর উপজেলায় ৯০ জন, তারাকান্দায় ১২০ জন ও হালুয়াঘাটে ১৫০ জনকে সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে।

এরপর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ( অনুর্ধ্ব-১৭) এর এবং ফুলপুর-ময়মনসিংহ-ঢাকা বিআরটিসি দ্বিতল বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন