শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের শান রাজ্যে সংঘর্ষকালে যানবাহনে অগ্নিসংযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ এএম

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের সময় সন্দেহভাজন বিদ্রোহীরা ট্রাকসহ সাতটি বেসামরিক যান আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কুতকাই টাউনশিপের কাছে নামকুত গ্রামের মধ্য দিয়ে যাওয়া নাসিও-মুজে মহাসড়কে এই ঘটনা ঘটে। বেসামরিক যানবাহনে অগ্নিসংযোগের এটা চতুর্থ ঘটনা। অজ্ঞাত বন্দুকধারীরা এই মহাসড়কে অন্তত ১২টি যানবাহন পুড়িয়েছে। গত ১৫ আগস্ট বিদ্রোহীদের কয়েকটি দল একযোগে মিয়ানমার সেনাবাহিনীর বেশ কয়েকটি অবস্থানে হামলা করার পর ওই অঞ্চলে পরিস্থিতির অবনতি ঘটে। বিদ্রোহী দলগুলোর মধ্যে ছিলো নর্দার্ন এলায়েন্সের শরিক তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) ও মিয়ানমার ন্যাশনাল ডেমক্রেটিক এলায়েন্স আর্মি (এমএনডিএএ)। ২৮ আগস্ট নর্দার্ন এলায়েন্স বেসামরিক যানবাহনকে সতর্ক করে দেয় ওই সড়ক এড়িয়ে চলার জন্য। সেনাবাহিনী অস্ত্র ও সরঞ্জাম পরিবহনের জন্য বেসামরিক যানবাহন ব্যবহার করছে বলে বিদ্রোহীরা দাবি করছে। কোন বেসারিক ব্যক্তি যদি সংঘাত এলাকায় যেতে চায় তবে তাকে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করতে বলা
হয়েছে। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন