শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ কেবিন ক্রু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ এএম

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি সোনার বারসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে গ্রেফতার করছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। ওই কেবিন ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। মৌসুমীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এএপির অতিরিক্ত এসপি (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল জানান, গতকাল সকালে মাস্কাট থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে বেরিয়ে আসেন। গোপান সংবাদের ভিত্তিতে কেবিন ক্রু মৌসুমীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হলে ৯ কেজি ৫১২ গ্রাম ওজনের ৮২টি সোনার সোনার বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমী জানিয়েছেন, তিনি দেড় লাখ টাকা চুক্তিতে সোনাগুলো বহন করে ঢাকায় এনেছেন। লাকী নামে একজনের কাছে এগুলো সরবরাহের কথা ছিল। মৌসুমি এর আগেও একবার দুই কেজি সোনা চুক্তিতে বহন করেছেন বলে জানিয়েছেন। লাকী নামটি ছদ্ম নাম বলে মনে হচ্ছে। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Motiar Rahman ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৭ এএম says : 0
এত আটক করলেন,সেগুলো গেল কই?
Total Reply(0)
Rahaman Khank ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৮ এএম says : 0
ভাগ না পাওয়াই ওনাকে আটক করা হয়েছে ।
Total Reply(0)
Md Abdul Mannan Borkantaz ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৮ এএম says : 0
চিন্তা করিওনা আরও চারটি বিমান নতুন আইচে বিজনেস ভালো হবে
Total Reply(0)
Shafi Kamal Ratan ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৮ এএম says : 0
ভাই এদেরকে আটক করেন ভাল কথা। কিন্তু গোল্ডতো পরে তামা হয়ে যায়। এত শত শত কেজি গোল্ড কোথায় জমা আছে জাতি জানতে চায়।?
Total Reply(0)
M.J. Alam ৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৯ এএম says : 0
আহারে বেচারি !!!!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন