শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শৈলকূপায় ড্রেজার মেশিন ধ্বংস

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম | আপডেট : ৫:০২ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ঝিনাইদহের শৈলক‚পায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাউদিয়া গ্রামে কুমার নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে দুদক। 

জানা যায়, দুদক হটলাইন ১০৬ এ অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের ইনফোর্সমেন্ট টিম এ অভিযানে নামে। অভিযানে উপস্থিত ছিলেন দুদকের যশোরের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, সহকারী পরিচালক মোশাররফ হোসেন, মাহফুজ ইকবাল, কোর্ট ইন্সপেক্টর আকতারুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন শৈলক‚পা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস ও পৌর নায়েব আব্দুস সালাম প্রমুখ।
দুদক জানায়, ঝাউদিয়া গ্রামে মৃত খালেক সাহেবের ছেলে সামসুল ইসলামের বাড়িতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। ড্রেজার মেশিন ধ্বংস করা হলেও মালিক আব্দুস সাত্তার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন