শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাসের ধাক্কায় ট্রাকের হেলপার বয়লারের চাপায় শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও পৃথক একটি ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উত্তরার কামারপাড়ায় বাসের ধাক্কায় ট্রাক হেল্পার রাশেদ হাওলাদার (২০) ও মগবাজারে বয়লার মেশিনের চাপায় শ্রমিক জাহাঙ্গীর আলম (৪৫)। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা ও গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদের মামা মোস্তফা বলেন, তাদের বাড়ি ভোলা সদর উপজেলায়। রাশেদের বাবার নাম সিরাজ হাওলাদার। তবে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে থাকেন ও তার সঙ্গে ট্রাকের সহকারি (হেল্পার) হিসেবে কাজ করতেন। মোস্তফা বলেন, বৃহস্পতিবার রাতে তারা একটি কাজে উত্তরার কামারপাড়ায় যান। সেখানে দু’জনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আসমানি পরিবহনের একটি বাস রাশেদকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জাহাঙ্গীরের মামাতো ভাই কবির হোসেন বলেন, জাহাঙ্গীরের বাড়ি শরীয়তপুরের সখীপুরে। তিনিও তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে থাকতেন ও দিনমজুর হিসেবে কাজ করতেন। কবির বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মগবাজার সিএনজি পাম্পে থাকা একটি ট্রাক থেকে বয়লার মেশিন নামান জাহাঙ্গীর। পরে সেটি রাস্তা দিয়ে ঠেলে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবসত মেশিনের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন