শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা আবার বাড়ল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০৯ পিএম

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দক্ষিণাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ল। শনিবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬টি জেলাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৬২জন হাসপাতালে ভর্তি হয়েছে। যে সংখ্যা আগের ২৪ ঘন্টায় ছিল ৫৬জন। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৩৩জন ভর্তি হয়েছে। যা আগের দিন ছিল ২৪। হাসপাতালটিতে শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১২০জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর পরের অবস্থান পিরোজপুর জেলার। এ জেলাটির হাসপাতালগুলোতে শনিবার ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৩৮জন। যে সংখ্যা আগের দিন ছিল ৩১।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের মতে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬টি জেলার সরকারী-বেসরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার ৫২২জন ডেঙ্গুজ¦র আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। যার প্রায় ৯৫ভাগ ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে দাবী স্বাস্থ্য দফতরের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন