বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চার গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি জোনাল অফিসের উদ্যোগে ৭ কোটি ৮৯ লাখ ৭২ হাজার টাকা ব্যায়ে নির্মিত উপজেলার উত্তর চলবল, উত্তর আন্ডারচর, নতুন চরদৌলতখান ও কালাই সরদারের চর গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০১৪ সালে শুরু করা কাজ চলতি বছরে শেষ হয় এবং শুক্রবার বিকেলে হাজী শরিয়তউল্লাহ বাজারে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম প্রকৌশলী শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক আবুল কালাম আজাদ, সিডি খান এলাকার ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহেবরামপুর এলাকার ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিম ও সার্বিক পরিচালনা করেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকিনি জোনাল অফিসের এজি এম কম সিদ্দিকুর রহমান (শামীম) তালুকদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন