শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পটিয়ায় ১ লাখ তালগাছ রোপণ করবেন এমপি

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জাতীয় সংসদের হুইপ পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, বজ্রপাত থেকে রক্ষার জন্য পটিয়া উপজেলার আনাচে কানাচে এক লাখ তাল গাছ রোপণ করা হবে। তালের শাঁস ও রস খুবই সুস্বাদু। তালগাছ রোপণ করলে এক সাথে তিনটি সুবিধা অর্জন করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি ও বৃক্ষবান্ধব সরকার। কৃষিখাতে ও বৃক্ষের উন্নয়নে তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন। খালি জমিসহ বাড়ির পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণ ও কৃষি চাষ করে বৃক্ষ ও কৃষির উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সামশুল হক চৌধুরী গতকাল শনিবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ফলদ বৃক্ষমেলার ২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া উপজেলা আ.লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন