বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নৌকা ডুবে ১৫ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে ডুবে যাওয়া নৌকার মাঝিকে বাঁচাতে গিয়ে ভ্রমনের নৌকার অন্তত ১৫জন আহত হয়েছেন। মাঝিকে বাঁচাতে তারা নদীতে ঝাপ দেয়। গত শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটে।
নৌকায় থাকা আমিনুর রহমান কলেজের প্রভাষক সালমা বিনতে শেলি জানান, গত শুক্রবার বিকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ অন্তত: ৫০জন মধুমতি নদীতে নৌকা ভ্রমনের জন্য নৌকা ওঠে। সন্ধ্যার দিকে নৌকাটি একটি ডিঙ্গি নৌকার উপর উঠে যায়। ডিঙ্গি নৌকার মাঝিকে নৌকার তলে পড়ে গেলে তাকে বাঁচাতে নাজিম, তুহিন ও সুমনসহ কয়েকজন নদীতে লাফ দেয়। মাঝিকে বাঁচাতে পারলেও একজন নৌকার তলে পড়ে এবং কয়েকজন আঘাতে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ভ্রমনের নৌকার ইঞ্জিনের ফ্যান ভেঙে তলা দিয়ে পানি উঠে আসলে আতঙ্কে কয়েক মেয়ে জ্ঞান হারান।
তাদের মধ্যে গুরুতর অবস্থায় রাবেয়া (১৬), এবং হ্যাপি (১৮)কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন