বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ড তাড়ায় স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

জিততে হলে সাকিবদের চাই ৩৯৮

ইমরান মাহমুদ, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৮ পিএম | আপডেট : ১:২২ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। জিততে হলে সাকিব আল হাসানদের গড়তে হবে নিজেদের রান তাড়ার রেকর্ড।

প্রথম ইনিংসে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছে বেশ ভালো। লাঞ্চ পর্যন্ত সময়টা নিরাপদেই কাটিয়েছেন দুই ওপেনার।

বিশেষ করে সাদমান ইসলাম করছেন ইতিবাচক ব্যাটিং। ঝুঁকি নেননি কোনো, বাজে বল পেলে সেটাকে বাউন্ডারিতে পরিণত করতেও দ্বিধা করেননি। ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নবির বলে মারেন দুটি চার।

ওপেনিং জুটিতে বদল

তবে কিছুটা পরিবর্তন এসেছে অর্ডারে। ডান-বাঁহাতি কম্বিনেশনের কারণে হোক বা অন্য কোনো কারণে, রান তাড়ার ইনিংসে ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাদমান ইসলামের সঙ্গে ইনিংস শুরু করেছেন লিটন দাস।

প্রথম ইনিংসে সাদমানের সঙ্গে ওপেন করেছিলেন সৌম্য সরকার।

তিন নম্বর থেকে ওপেনিংয়ে উঠে আসা লিটন দাস নিজেকে এখনও মানিয়ে নিতে পারেননি। দু-একটি আগ্রাসী শট খেলারও চেষ্টা করেছেন। তবে তাতে বিপদ হয়নি।

লাঞ্চের আগ পর্যন্ত ৯ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। লিটন ৯ ও সাদমান ২১ রানে উইকেটে আছেন। জয়ের জন্য এখনও দরকার ৩৬৮ রান। 

জিততে হলে গড়তে হবে রেকর্ড

৩৯৮ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে এসেছে পরিবর্তন। সাদমান ইসলামের সঙ্গে নেমেছেন লিটন দাস। প্রথম ইনিংসে সাদমানের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার।

টেস্টে এর আগে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আফগানদের হারাতে হলে ওই রেকর্ড ছাড়িয়ে বহুদূর এগোতে হবে সাকিবদের।

শুধু তাই নয়, টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা রান তাড়ার নজির স্থাপন করতে হবে বাংলাদেশকে। কারণ এই ফরম্যাটে ৩৯৮ রানের চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে জয়ের নজির আছে মাত্র চারটি।

বাংলাদেশের লক্ষ্য ৩৯৮

চতুর্থ দিন সকালে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না আফগানিস্তানের ইনিংস। ৬.৩ ওভার খেলে হাতে থাকা ২ উইকেট হারিয়ে তারা যোগ করতে পারল ২৩ রান। তবে কাজের কাজটা আগেই সেরে রেখেছিল তারা। দলটি পেয়েছে ৩৯৭ রানের বিশাল লিড।

২৬০ রানে থামল আফগানিস্তান

চতুর্থ দিনে নিজের প্রথম বলেই মেহেদী হাসান মিরাজ পেলেন সাফল্য। রাউন্ড দা উইকেটে করা বলে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন বাঁহাতি জহির খান। বল রাখতে পারেননি নিচে। সিলি পয়েন্টে ক্যাচ নেন মুমিনুল।

শেষ ব্যাটসম্যান হিসেবে খালি হাতে জহিরের বিদায়ে আফগানিস্তান অলআউট ২৬০ রানে। আরেক পাশে আফসার জাজাই অপরাজিত থেকে গেলেন ৪৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান ১ম ইনিংস : ৩৪২

বাংলাদেশ ১ম ইনিংস : ২০৫

আফগানিস্তান ২য় ইনিংস : ৯০.১ ওভারে ২৬০ (আগের দিন ২৩৭/৮) (আফসার ৪৮*, ইয়ামিন ৯, জহির ০*; সাকিব ১৯-৩-৫৮-৩, মিরাজ ১২.১-৩-৩৫-২, তাইজুল ২৮-৬-৮৬-২, নাঈম ১৭-২-৬১-২, মুমিনুল ১০-৬-১৩-০, মোসাদ্দেক ৪-১-৩-০)।

রান আউট ইয়ামিন

রান আউট থেকে দিনের প্রথম উইকেট পেল বাংলাদেশ। দ্রুত একটি রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে গেলেন ইয়ামিন আহমাদজাই। ফিল্ডারের থ্রো ধরে বেশ ক্ষিপ্রতায় স্টাম্প ভেঙে দেন কিপার মুশফিক।

৯ রানে রান আউট ইয়ামিন। আফগানদের রান ৯ উইকেটে ২৬০। লিড ৩৯৭।

বিলম্বিত শুরু

বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্টের ৪র্থ দিনের খেলা শুরু হয়েছে। শনিবার ২০ মিনিট আগে খেলা শেষ করতে বাধ্য হওয়ায় রোববার লক্ষ্য ছিল ২০ মিনিট আগে খেলা শুরুর। রোববার সকাল ৯টা ৪০ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির বাধায় খেলা শুরু হয় বেলা ১১টা ৫০ মিনিটে।

এদিকে দেরিতে খেলা শুরু হয় লাঞ্চ বিরতিসহ দিনের খেলার সূচীতে পরিবর্তন আনা হয়েছে। বেলা ১১টা ৫০ মিনিটে খেলা শুরু হয়েছে। এরপর দুপুর ১টায় লাঞ্চ বিরতিতে যাবে দুই দল। চা বিরতি হবে ৩টা ৪০ মিনিটে। আর ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলবে দিনের খেলা।

অবশ্য বৃষ্টির হুমকি থেকেই যাচ্ছে। এর আগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। এতে চট্টগ্রামের মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয়।

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির হানা

চট্টগ্রাম টেস্টে হানা দিয়েছে বৃষ্টি। শনিবার রাত থেকে বন্দরনগরীর আকাশ ভেঙে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সাগরিকার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। কাভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়েছে। ড্রেসিংরুমে বন্দি আছেন ক্রিকেটাররা।

ফলে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, রোববার সারাদিন মেঘ-বৃষ্টির খেলা চলার সম্ভাবনা রয়েছে। আলোক স্বল্পতার কারণে গতদিন কিছুক্ষণ আগে খেলা শেষ। ফলে চতুর্থ দিন ২০ মিনিট আগে তা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে সম্ভব হয়নি।
 
রেকর্ড রানের বোঝা

এখন পর্যন্ত এ টেস্টে চালকের আসনে আফগানিস্তান। কোণঠাসা হয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করেছে আফগানরা। ইতিমধ্যে ৩৭৪ রানের লিড পেয়েছে তারা। নিঃসন্দেহে দুদলের একমাত্র টেস্টের নাটাই তাদের হাতে।

লিড বাড়িয়ে নেয়ার সুযোগও থাকছে সফরকারীদের। আফসার জাজাই ৩৪ রান নিয়ে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে রয়েছেন ইয়ামিন আহমেদজাই। তারা শুরু করবেন নতুন দিনের খেলা।

নিজেদের প্রথম ইনিংসে স্বপ্নের মতো ব্যাটিং করে আফগানিস্তান। রহমত শাহর ইতিহাস গড়া সেঞ্চুরিতে তোলে দলীয় সর্বোচ্চ ৩৪২ রান। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন