বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্বাচন কমিশন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

দেড় ঘণ্টা পর নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের নিচতলায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ১২টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১২টায় আগুন নির্বাপন করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (০৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ফরহাদুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরো সাতটি ইউনিট যুক্ত করা হয়। সবশেষে ১২টি ইউনিটের মোট ১০০ জন কর্মীর চেষ্টায় সাড়ে ১২টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন