বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মা-মেয়েকে ধর্ষণ মামলার আসামি সিলেটে গুলিবিদ্ধ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৪ এএম

সিলেটে ওসমানীনগর উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণ মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম খোকন মিয়া। তিনি একই উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা।

রোববার গভীর রাতে উপজেলার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খোকনের ডান পায়ে গুলি লেগেছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি এসএম মামুন জানান, খুলনায় বিয়ের আশ্বাসে মাকে একাধিকবার নিপীড়নের পর গত ১০ আগস্ট মেয়েকে নিয়ে সিলেটে আটকে রাখে খোকন।

রোববার মেয়ে ফোনে তার পরিবারকে তার অবস্থান জানালে রাতেই ওসমানী নগর থানায় মামলা করে কিশোরীর মা।

মামলার পর রাত ১টার দিকে পুলিশ খোকনকে গ্রেফতার করতে ওমরপুর গ্রামে যায়। সেখান থেকে অপহৃত কিশোরীসহ খোকনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্বজনরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে পুলিশ গুলি চালালে খোকনের ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় তিন পুলিশও সদস্য আহত হয়েছেন।

আসামি ছিনতাইয়ের চেষ্টায় মামলা করা হয়েছে খোকনের নামে। এ মামলায় রাতেই গ্রেফতার করা হয় খোকনের বাবাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন