বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলীতে বাল্য বিবাহ দেয়ার প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আহসান হাবিবেব হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়ে যায়। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব পুলিশ ফোর্স নিয়ে কনের পিতাকে আটক করে ১ মাস কারাদÐ দিয়েছেন। জানা যায়, উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি হিন্দুপাড়া গ্রামের আব্দুল জলিল সরদারের মেয়ে পীরগাছা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী আদরী খাতুন (১৩) সঙ্গে বগুড়া মাটিডালি জয়পুরপাড়া গ্রামের নাহিদ হাসান (২৫) সাথে বিয়ে ঠিক হয়। গত শুক্রবার গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব ও এসআই আহাদসহ পুলিশ ফোর্স নিয়ে বিয়ের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। পুলিশ কন্যা’র পিতা আঃ জলিল সরদার (৫০)কে আটক করে থানায় নিয়ে এসে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহাঃ আহসান হাবিব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস বিনাশ্রম কারাদÐের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন