শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অতি উত্তম সোনালী ব্যাংককে অর্থ মন্ত্রণালয়ের সম্মাননা সনদ প্রদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৩ পিএম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৮-১৯ -এ সবগুলো সূচকে ভাল করে নির্ণায়ক মানে অত্যুত্তম হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বিআইসিএম সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছ থেকে অতি উত্তম হওয়ার স্বীকৃতি স্বরুপ সনদ ও ক্রেস্ট গ্রহন করে সোনালী ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সোনালী ব্যাংকের সদ্য বিদায়ী এমডি এন্ড সিইও এবং রূপালী ব্যাংকের বর্তমান এমডি এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদ ও সোনালী ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নাধীন সময়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন