বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘কৃষ্ণকলি’কে ছাড়িয়ে শীর্ষে ‘ত্রিনয়নী’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল টিআরপি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। এর ফলে ‘কৃষ্ণকলি’ তার অবস্থান থেকে নেমে এসেছে। শুধু তাই নয় ‘কৃষ্ণকলি’ তৃতীয় স্থানে নেমে এসেছে। ‘ত্রিনয়নী’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন নবাগত শ্রæতি দাশ, তার চরিত্রটি এক সরল গ্রামের মেয়ের যার অতীন্দ্রিয় ক্ষমতা রয়েছে। এতে প্রধান পুরুষ ভূমিকায় অভিনয় করছেন গৌরব রায়। পাশাপাশি ‘কৃষ্ণকলি’ প্রিমিয়ারের পর প্রায় ৩৩ সপ্তাহ শীর্ষে থাকার পর তৃতীয় অবস্থানে নেমে গেছে। ‘ত্রিনয়নী’তে দৃপ্ত’র (গৌরব) সঙ্গে জেসমিনের (জেসমিন রায়) বিয়ের ষড়যন্ত্র এক নাটকীয় অবস্থার সৃষ্টি করেছে। এই বিয়ে যে দৃপ্ত’র সৎ মায়ের ষড়যন্ত্র তা জেনেও তা থামাতে পারছে না নয়ন (শ্রæতি)। পিরিয়ড ড্রামা ‘করুণাময়ী রাণী রাসমণি’ টিআরপি চার্টে এখন দ্বিতীয় অবস্থানে। ‘বকুল কথা’র অবস্থান চারে। তার পরই আছে ‘জয় বাবা লোকনাথ’; লোকনাথকে এখন প্রাপ্তবয়স্ক দেখান হচ্ছে। উপরোল্লিখিত সবগুলো সিরিয়ালই জি বাংলার। ছয়, সাত, নয় আর দশে আছে যথাক্রমে একই চ্যানেলে ‘নকশিকাঁথা’, ‘নেতাজি’, ‘সৌদামিনীর সংসার’এবং ‘রানু পেল লটারি’। আটে আছে স্টার জলসার ‘শ্রীময়ী’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Mannan Bhuiyan ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৮ এএম says : 0
জাতি জানিতে চাই এই সংবাদ দিয়ে জাতির কি এমন উপকার হইবে
Total Reply(0)
Md Hasan ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৯ এএম says : 0
জি বাংলা আমাদের সংস্কৃতি নষ্ট করছে আর তাদের সংবাদ প্রচার করে আপনারা তাতে অংশ নিচ্ছেন।
Total Reply(0)
Kamal Pasha Jafree ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪০ এএম says : 0
যতসব ফালতু নিউজ, ইনকিলবা এগুেলা না করলে পারে না।
Total Reply(0)
Hafiz Uddin Hajari ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪০ এএম says : 0
Very bad news
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন