বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় ৯ মাসে ৬৭ জন আত্মহত্যা করেছেন

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৫৬ পিএম

পাবনার ৪টি থানা এলাকায় ৯ মাসে ৬৭ জন আত্মহত্যা করেছেন । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে ৩৬ জন নারী এবং ৩১ জন কিশোর ও মধ্যম বয়সী পুরুষ । থানার জেলার মধ্যে আত্মহত্যা প্রবণ এলাকা হচ্ছে চাটমোহর। এই থানা এলাকায় ৩৭ জন আত্মহত্যা করেছেন। সাঁথিয়অ থানা এলাকায় ১৮ জন, বেড়া মডেল থানা এলাকায় ৭জন এবং আতাইকুলা থানা এলাকায়
৫ জন আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহ, পেটের দীর্ঘদিনের ব্যথা, মানসিক ডিস-অর্ডার ইত্যাদি। তবে আত্মহত্যার পারিবারিক কলহ-বিবাদই প্রধান কারণ বলে জানা গেছে। এই ৬৭ জন গলায় ফাঁস নিয়ে ও বিষপান আত্মহত্যা করেন। পাবনা মানসিক হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা: নিখিল কুমার জানান, আত্মহত্যর প্রবণতা রয়েছে এমন মানুষজনের প্রতি খেয়াল রাখা, তাদের ভালোবাসা দেওয়া, পাশে থাকা এবং আত্মহনন কোনো ভাল কাজ নয় এ ব্যাপারে বোঝানো পরিবারের অন্যান্য সদস্যদের দায়িত্ব । এদের কাউন্সিলিং করার পর যদি তারা বলেন , ‘আমি এ জীবন রাখবো না’ দেরি না করে পাবনার মানসিক হাসপতাল, কোনো মেডিক্যাল কলেজের মনোরোগ চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যাওয়া। চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন