শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে ভূমিদস্যুদের হামলায় ২৫জন গ্রামবাসী আহত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৫৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ভূমিদস্যুদের হামলায় কমপক্ষে ২৫জন গ্রামবাসী গুরুতরভাবে আহত হয়েছে। হামলাকারীরা নিরীহ গ্রামবাসীর ২৮টি বসত-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এই হামলায় আহতদের মধ্যে মোঃ জমিস উদ্দিন(১৯), রাশিদা বেগম(৪৫),লাকি আক্তার(৪০), স্মৃতি আক্তার(২০), আল-আমিন(২৫), শাহিনুর(২২), মোঃ আনিস(৩৫), লাকি(৩০) ও সুমাইয়া বেগম(২৫) এর নাম জানা গেছে। আহতদের মধ্যে রাশিদা বেগম ঢাকা হাসপাতালে ও অন্যরা মিটফোর্ড হামপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার(১০সেপ্টেম্বর) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানার বামনশুর গ্রামে।
আহত লাকি জানান, তারা বামনশুর গ্রামের স্থায়ী বাসিন্দা। বাপ-দাদার চৌদ্দ পুরুষের বসবাস ওই গ্রামে। তাদের পুরাতন গ্রামের পাশেই বামনশুর মডেল টাউন নামে একটি হাউজিং প্রকল্প গড়ে উঠেছে। শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ওই হাউজিং প্রকল্পের মালিক। তারা কয়েকদিন ধরে জোরপূর্বক তাদের হাউজিং প্রকল্পের সাথে থাকা পুরাতন বসতীর প্রায় ২৫/৩০টি বাড়ি তাদের প্রকল্পের ভিতর সংযুক্ত হতে বলে। এতে বামনশুর গ্রামবাসী রাজি হয়নি। এই ঘটনার সূত্রধরে সকালে শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন নেতৃত্বে জাহিদুল, সাঈদ, বাসেদ, সুমন জসীম উদ্দিনসহ ২০/২৫জন ভূমিদস্যু অতর্কিতভাবে তাদের বসত বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় গ্রামবাসী তাদের বাঁধা দিলে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এই হামলায় আমিসহ প্রায় ২৫জন গ্রামবাসী আহত হয়। আহত মোঃ আনিস জানান, তারা বাপ-দাদার চৌদ্দ পুরুষের ভিটা-মাটিতে যুগযুগ ধরে বসবাস করে আসছে। শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ি জোরপূর্বক তাদের হাউজিং প্রকল্পের ভিতর নেয়ার জন্য নানাভাবে তাদের নির্যাতন করে আসছে। আমরা জীবন দিব তবুও এক ইঞ্চি মাটি দিব না। এব্যাপারে সালাহদ্দিন লিটনের মোবাইলফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি । এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসর এসআই আফরুজা খাতুন জানান, এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন