বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিজবুল্লাহর হুশিয়ারি : ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েল ধ্বংস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৪ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ।

ইসরায়েলের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।
গত ১০ সেপ্টেম্বর পবিত্র আশুরা উপলক্ষে টলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বলেন।

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন হলে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না জানিয়ে তিনি বলেন, ২০০৬ সালে যুদ্ধের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছিল লেবানন ও হিজবুল্লাহ তার প্রতি শ্রদ্ধা জানায়। কিন্তু ইসরায়েল যদি লেবাননের ওপরে হামলা চালায় তাহলে তারা উপযুক্ত জবাব পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Manjur Quader ১১ সেপ্টেম্বর, ২০১৯, ৩:১০ পিএম says : 0
I wish strong step against israil so that totally destroy from world map.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন