বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অধিক সংখ্যক হৃদরোগ নারী চিকিৎসক তৈরির আহ্বান স্পিকারের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০৪ পিএম

অধিক সংখ্যক হৃদরোগ নারী চিকিৎসক তৈরি, তাদের জন্য অনুকূল কর্মপরিবেশ ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অডিটরিয়ামে উইমেন অ্যাজ ওয়ান, বাংলদেশ চ্যাপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নারী চিকিৎসকরা দেশের সম্পদ উল্লেখ করে স্পিকার বলেন, নানামুখী উদ্যোগের ফলে সরকার সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সফল হয়েছে। জীবনমান উন্নয়নের সঙ্গে জীবন যাপন প্রণালিতে পরিবর্তনসহ বিভিন্ন কারণে সংক্রামক রোগ বেড়ে চলেছে। সে কারণে এসব রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি প্রয়োজন। মেধা, দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে নারী চিকিৎসকরা এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার বলেন, নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। তবে এ রোগের সেবা নিতে আসা নারীদের সংখ্যা অনেক কম। এর অন্যতম কারণ অজ্ঞতা, অসচেতনতা এবং পুরুষ হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা নিতে সংকোচ বোধ। এজন্য প্রতিটি হাসপাতালে নারী হৃদরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেয়া জরুরি। নারী চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং হৃদরোগ চিকিৎসা সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অপরাজিতা হক এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেন অ্যাজ ওয়ান বাংলদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অধ্যাপক ফজিলাতুন নেসা মালিক। অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা নারী হৃদরোগ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Mohammed Kowaj Ali khan ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৯ পিএম says : 0
দেখো স্পিকার। মনে রাখিও। ইসলাম শান্তি,ইসলাম মুক্তি, ইসলাম শিফা ,ইসলাম রাজনীতি ,ইসলাম শক্তি ,ইসলাম সম্পদ : ISLAM ALL IN ONE. INSALLAH. যে ভাবে আপনি আছেন। আপনার অবস্থা করুন। আপনি সহ সকল মোসলমান ইসলাম শিক্ষা অর্জন করেন। দেখিবেন সকল রুগ হইতে মুক্ত থাকিতে পারিবেন। পরদা করেন, পরদা ফরজ। পরদা না করিলে দোজখে যাইবেন। দোজখ ভয়ংকর। ইনশাআল্লাহ।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৫ পিএম says : 0
দেখো স্পিকার। মনে রাখিও। ইসলাম শান্তি,ইসলাম মুক্তি, ইসলাম শিফা ,ইসলাম রাজনীতি ,ইসলাম শক্তি ,ইসলাম সম্পদ : ISLAM ALL IN ONE. INSALLAH. যে ভাবে আপনি আছেন। আপনার অবস্থা করুন। আপনি সহ সকল মোসলমান ইসলাম শিক্ষা অর্জন করেন। দেখিবেন সকল রুগ হইতে মুক্ত থাকিতে পারিবেন। পরদা করেন, পরদা ফরজ। পরদা না করিলে দোজখে যাইবেন। দোজখ ভয়ংকর। ইনশাআল্লাহ।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৫ পিএম says : 0
দেখো স্পিকার। মনে রাখিও। ইসলাম শান্তি,ইসলাম মুক্তি, ইসলাম শিফা ,ইসলাম রাজনীতি ,ইসলাম শক্তি ,ইসলাম সম্পদ : ISLAM ALL IN ONE. INSALLAH. যে ভাবে আপনি আছেন। আপনার অবস্থা করুন। আপনি সহ সকল মোসলমান ইসলাম শিক্ষা অর্জন করেন। দেখিবেন সকল রুগ হইতে মুক্ত থাকিতে পারিবেন। পরদা করেন, পরদা ফরজ। পরদা না করিলে দোজখে যাইবেন। দোজখ ভয়ংকর। ইনশাআল্লাহ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন