শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

‘বেদখল মাঠ উদ্ধার করা হবে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, বেদখল হওয়া ডিএনসিসির ২৪টি মাঠ পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এসব মাঠের প্রয়োজন রয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর হুমায়ুন রোড সংলগ্ন মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেসব মাঠ বেদখল হয়ে আছে, খেলার অযোগ্য, সেগুলো ফের খেলাধুলার উপযোগী করে তুলতে হবে। সিটি কর্পোরেশন সবার সহযোগিতায় পর্যায়ক্রমে এ ধরনের ২৪টি মাঠ উদ্ধার করবে। তিনি বলেন, সমাজে অপরাধ প্রতিরোধ এবং শিশুদের সুস্থ মস্তিষ্কে বেড়ে উঠতে মাঠের বিকল্প নেই। যুব সমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতেও মাঠের বিকল্প নেই। সবাইকে ঘর থেকে বেরিয়ে মাঠে আসতে হবে।
হুমায়ুন রোড এলাকার বাসিন্দাদের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের জন্য এই মাঠ আধুনিক করে দেবো। এখানে থাকবে জিমনেসিয়াম, বাথরুম ও খেলার মাঠ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন