শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিজেকেএসে ফিকশ্চারজট!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৯ এএম


এমএ আজিজ স্টেডিয়ামে চলছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল। এ আসর শেষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল শুরু হওয়ার কথা। কিন্তু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের জন্য মাঠ ছেড়ে দিতে হচ্ছে বিধায় আন্তঃওয়ার্ড মেয়র কাপ ফুটবল শুরুর তারিখ পিছিয়ে গিয়ে আগামী ৪ নভেম্বর শুরু হবে। জানা গেছে, আয়োজক চট্টগ্রাম আবাহনী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই এমএ আজিজ স্টেডিয়ামকে নিজেদের করে পেতে চেয়েছে। কেননা আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন করতে গেলে মাঠকে খেলা উপযোগী করতে হবে। মাঠ উপযুক্ত না হলে এরকম আন্তর্জাতিক টুর্নামেন্টের খেলার মান ভাল হয় না। তাই আয়োজক শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু এক মাস আগেই মাঠ চেয়ে বসেছে। এজন্য পিছিয়ে গেছে আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল। এদিকে আগামী ৪ নভেম্বর এমএ আজিজে মেয়র গোল্ডকাপ শুরু হলে তা শেষ হতে লাগবে এক মাস। তাই সেখানে রয়েছে একটি ঘাপলা। কেননা আগামী ১ অক্টোবর থেকে এমএ আজিজ স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল। এরই সাথে শুরু হওয়ার কথা ছিল প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগও। কেউ কেউ মনে করছেন, মেয়র গোল্ডকাপ ফুটবলের পরে সিজেকেএস প্রিমিয়ার প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ হয়তো এ মৌসুমে আর আলোর মুখ দেখবে না। তাছাড়া ডিসেম্বরে সিজেকেএস’র নির্বাচনও। ক্লাবগুলোও হয়ে উঠবে নির্বাচনমুখী।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন