কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমর নদে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের পাশে ইসলামপুর নামক স্থানে নদীর কিনারে আটকা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে লাশটির পরণে ধুতি, গায়ে ফতুয়া রয়েছে। বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর হতে পারে। তার গলার কিছু অংশ কাটা রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরে চরভুরুঙ্গামারী ইউপির গ্রাম পুলিশ এনছার আলী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, লাশটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। লোকটিকে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন