শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশের দুর্দান্ত জয়: সোশ্যাল মিডিয়ায় আফিফ বন্দনা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫১ এএম

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন।

প্রথম ম্যাচে শুরুর ছন্দের পর টানা উইকেট পতনে দিশেহারা বাংলাদেশকে পথ দেখায় মোসাদ্দেক হোসেন। তারপর উইকেটে এসে তাকেও ছাড়িয়ে গেছেন আফিফ হোসেন ধ্রুব। হাতের কব্জিতে ব্যাট ঘুরিয়ে মাথা ঘুরিয়ে ছেড়েছেন জিম্বাবুয়ে বোলারদের।

আফিফের প্রশংসা করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মেহেদী হাসান পলাশ এক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘আফ্রিকান রুগ্ন সিংহের থাবায় মৃতপ্রায় বাঘ্রকে বাঁচিয়ে দিলেন তরুণ আফিফ৫২(২৬)। হ্যাটস অফ আফিফ!!’’

ইফান রাজ লিখেছেন, ‘‘এই ছেলেটাকে মনের গভীর থেকে ধন্যবাদ তবে আশাবাদী ছিলাম বাংলাদেশ জিতবে যেমনই হোক অসাধ্যকে স্বার্থ করেছে। আসিফ তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইলো।’’

ফারহান লিখেছেন, ‘‘ছেলেটার সাহস আছে, প্রতিভাও আছে, বয়সও কম। আমার মনে হয় ছেলেটাকে বিশেষ যত্ন নিলে ও কাজ করলে বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিতে পারবে, অন্যথায় হারিয়ে যাবে। ধন্যবাদ আফিফ।’’

‘‘এক অসাধারণ ইনিংস ছিল। দোয়া ও ভালবাসা রহিল যেন তুমিও রাজনৈতিক বলির পাঠা না হও। উন্নতি করবি তোমার খেলায় বুঝা যায়’’ লিখেছেন পাভেল ফরাজি।

এ আর নাহিদ পন্ডিত লিখেছেন, ‘‘ধন্যবাদ আফিফ হোসাইনকে অসাধারন একটা ইনিংস উপহার দেওয়ার জন্য। তবে আজকের ম্যাচের একটা জিনিস খুব ভাল্লাগছে সিনিয়র প্লেয়ারদের পারফর্ম ছাড়ায় ম্যাচ জিতে যাওয়া আগামীর জন্য শুভকামনা।’’

এম এস হোসাইন পারভেজ লিখেছেন, ‘‘ধন্যবাদ আফিফ অসাধারণ ম্যাচজয়ী ইনিংসের জন্য। সাকিবের স্পিন নির্ভরতা এবং মুশি ও মাহমুদউল্লার ফর্ম খুবই দুশ্চিন্তার বিষয়। আমার মনে হয় মুশি ও মাহমুদউল্লাকে কিছুদিনের জন্য বিশ্রামে পাঠানো দরকার।’’

‘‘এই সকল ট্যালেন্ট যে সময়ের সাথে কোথায় হারিয়ে যায়! বিসিবির উচিত এদের পিছেই সময় আর অর্থ ব্যয় করা’’ মন্তব্য প্রণয় বিশ্বাসের।

আহমেদ রিফাত লিখেছেন, ‘‘আফিফ এরকম বিহেব করবে ১৬ কোটি বাংলাদেশি জানতো! কি মারটাই নাই মারলো।তবে এত মার খাওয়ার পর ও আফিফ আউটের পর তাদের অভিনন্দন জানোনো আফিকে সত্যি সুন্দর। তাদের মনে কোন হিংসে ছিলো না রাগ ছিলোনা।’’

রনোজিৎ ঘোষ লিখেছেন, ‘‘খুবই ভালো একজন প্লেয়ার। আশা করি সে বাংলাদেশ টিম এ আরও ভালো খেলবে। তাকে দেখলেই মনে হয় তার মধ্যে ভালো ট্যালেন্ট আছে। তবে মাটিতে পা রাখতে হবে আর তাকে নিয়ে আমদের মাতামাতি কম করতে হবে। আমাদের জন্যই এরা এক সময় হারিয়ে যায়। কেউ ভালো খেললে তাকে মাথায় তুলি আর খারাপ খেললে তার চৌদ্দ গুষ্টি উদ্ধার করি, এটা বন্ধ করতে হবে।’’

‘‘অসাধারণ আফিফ।। কিন্তু মুসাদ্দেক কে বেশি কৃতিত্ব দিতেই হবে যখন আফিফ হাত খুলে খেলা শুরু করছে তখন মুসাদ্দেক স্ট্রাইক আফিফ কে দিছে বিগ শট মারতে যায় নাই + উইকেটটা ধরে রাখছে’’ লিখেছেন রাসেল মোহাম্মেদ জুবেদ।

হাফেজ জামাল লিখেছেন, ‘‘বাহ কি ব্যাটিং স্টাইল আফিফের ব্যাটিং স্টাইল দেখে আমি মুগ্ধ। একটা জয় দলের জন্য খুব দরকার ছিল, অসাধারণ এক ইনিংস খেলে জয় ছিনিয়ে এনে দিলে। বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমিদের পক্ষ হইতে তোমাকে ধন্যবাদ।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন