শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

১৪৪ ধারা অমান্য করে দোকানঘর নির্মাণ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনের ১৬৪ নং চরভদ্রাসন মৌজার এসএ ১০১৪৯ নং দাগের পাঁচ শতাংশ জমিতে জোরপূর্বক দোকানঘর উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী রওশন আরার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ তিনি অস্বিকার করেছেন।

ওই জমির খরিদ সুত্রে মালিক দাবিদার ইউসুফ হাওলাদার জানান, সম্প্রতি ওই জমিতে রওশন আরা অবৈধভাবে দোকানঘর উত্তোলনের চেষ্টা করলে আদালতে স্মরণাপন্ন হই। গত ০৯ সেপ্টেম্বর আদালত ওই জমিতে স্থিতাবস্তার আদেশ দিলে থানা পুলিশ নোটিশ জারি করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ জানায়। তিনি অভিযোগ করেন, শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকার সুবাদে রওশন আরা স্থিতাবস্থা ভঙ্গ করে দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছে। তিনি দাবি করেন, ওই জায়গা থেকে চারটি গাছ কেটে ফেলা হয়েছে।

যদিও রওশন আরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, স্থিতাবস্থা জারিকরা জমিতে নয় আমি আমাদের জমিতে দোকান ঘর তুলছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন