বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লা ইসলামিয়া আলিয়ার কামিলে শতভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

কামিলে শতভাগ পাশের রেকর্ড গড়েছে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীনে ২০১৮ সনের কামিল পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রাখে কুমিল্লার এ প্রতিষ্ঠানটি।
প্রকাশিত ফলাফলে কামিল প্রথম বর্ষে ৪৬৭ জন শিক্ষার্থীর মধ্যে হাদিস বিভাগে ৩২১ জন, ফিকহ বিভাগে ৯৯ জন, তাফসির বিভাগে ৪৭ জন এবং দ্বিতীয় বর্ষে ৩৮০ জনের মধ্যে হাদীস বিভাগে ২৬৪, ফিকহ বিভাগে ৫৯ জন, তাফসির বিভাগে ৫৭ জনসহ ৮৪৭ জন ছাত্র/ছাত্রীর সবাই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে এ প্লাস ৫জন এবং এ গ্রেডে উর্ত্তীণের সংখ্যা ৩১৩ জন।

গতকাল শনিবার দুপুরে মাদরাসা কার্যালয়ে ফলাফল প্রসঙ্গে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন এ সাফল্যের জন্য গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মুবারকবাদ জানিয়ে বলেন, মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর ফারুকসহ গভর্ণিং বডির অন্যান্য সদস্যগণের সঠিক দিকনির্দেশনায় অন্যান্যবারের ন্যায় এবারেও সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন