শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরম সহজ করার উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ব্যাংক হিসাব খোলা, ঋণ নেয়া বা অন্য কোনো কাজে ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো বেশ জটিল। এসব ফরম সাধারণ গ্রাহকদের জন্য বুঝে ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার। তাই এবার ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সভপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা সভায় ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদকে প্রধান করে একটি কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়।

আগামী মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো ও সহজিকরণের প্রস্তাবনা এই প্রতিনিধিদের সঙ্গে আনার কথা বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন