বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শর্ত মেনেই থাকতে চায় ঢাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আসন্ন বিপিএলে কোনো ফ্রাঞ্চাইজি থাকবে না। বিসিবিই এককভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। স্বাভাবিকভাবেই বিসিবির এই সিদ্ধান্তে নাখোশ বিপিএল ফ্রাঞ্চাইজিরা। আগেরদিন সংবাদ সম্মেলন করে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার সংবাদ সম্মেলন ডেকে নিজেদের অসন্তুষ্টির কথা জানালো আরেক ফ্রাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস। গতকাল বনানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা ডায়নামাইটস জানিয়েছে, তারা থাকতে চায় বিপিএলে। তবে, এ ক্ষেত্রে বিসিবির দেয়া সব শর্ত পূরণ করেই। অর্থ্যাৎ, সেটা স্পন্সর হিসেবে হোক কিংবা দল পরিচালনার দায়িত্ব দিয়ে হোক- যে কোনোভাবেই তারা বিপিএলের সঙ্গে থাকতে চায়।

ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম জানিয়েছেন, ‘নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, বিপিএলের সঙ্গে আমরা থাকতে চাই। আমাদেরকে যদি স্পন্সরের দায়িত্ব দেয়া হয় বা দল পরিচালনার কোনো সুযোগ দেয়া হয়, যে ফরম্যাটেই দিক আমরা নেবো। আমাদের (ঢাকা ডায়ানামাইটসের) যে মূল প্রতিষ্ঠান বেক্সিমকো, তারাও বিপিএলের সাথে থাকতে চায়। এখন বোর্ড কিভাবে রাখতে চায়, সেটা বোর্ড জানে। তবে আমরা থাকতে চাই বিপিএলের সঙ্গে। কিভাবে থাকবো সেটা তো জানি না। বোর্ড আমাদেরকে যখন জানাবে, তখন বুঝতে পারবো।’ প্রশ্ন উঠলো, আপনারা কি সব ফ্রাঞ্চাইজি একসঙ্গে থাকতে চান? তখন জবাবে ওবায়েদ নিজাম বলেন, ‘আমরা আমাদেরটা বলতে পারি। তবে সবাই যদি একসঙ্গে বসে সে রকম উদ্যোগ নেয়, তাহলে আমাদের তো না করার কিছুই নেই।’

আগামী টুর্নামেন্ট সামনে রেখে দল প্রায় গুছিয়ে ফেলেছিল বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিশ্চিত করেছিল অনেক বিদেশি তারকাকে। এ পরিস্থিতিতে বিসিবির সিদ্ধান্তে তারা কতটা সমস্যায় পড়েছে সেটি একদিন আগেই জানিয়েছেন দলটির চেয়ারপারসন নাফিসা কামাল। তবে দলটির সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাচ্ছে বিদেশি তারকাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখা। কুমিল্লার সবচেয়ে বড় বিদেশি তারকা শহীদ আফ্রিদির দুশ্চিন্তার কথা উল্লেখ করে নাফিসা বলেন, ‘শহীদ আফ্রিদি তাবলিগে আছে, সেখান থেকে আমাদের বার্তা পাঠিয়েছে। সে জানতে চেয়েছে এমন সংবাদ ভুল কি না। টুইটার, ওয়েবসাইটের বিভিন্ন খবর সে আমাকে পাঠিয়েছে। তারা এটা মানতে পারছে না। বিদেশি ক্রিকেটাররা আমাদের বলছে আমরা তো আপনাদের সঙ্গে আগের হিসেবে চুক্তি করেছি, এখন ওখানে যাব কীভাবে? তাদের সামনের বিপিএলে আসার কোনো সম্ভাবনাই নেই।’

নাফিসাই জানালেন তাঁরা কথা পাকা করে ফেলেছেন মুশফিকুর রহিম, রশিদ খান, মুজিবুর রহমান ও জাদরানের সঙ্গে। কথা হচ্ছিল হাশিম আমলার সঙ্গে। সব গড়বড় হয়ে গেছে বিসিবির সিদ্ধান্তে। খেলোয়াড়দের প্রশ্নের উত্তর দিতে পারছেন না তাঁরা। নাফিসা জানালেন, বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজি ছেঁটে ফেলার সিদ্ধান্তে রশিদ নাকি বাংলাদেশের ক্রিকেট সংগঠকদের পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন, ‘রশিদ খান আমার চুক্তিতে ছিল। তাকে আমি দুই বছর পাইনি। সে বলেছে, আপনাদের বিপিএলের কোনো নিশ্চয়তা নেই। আমি কেন আমার দুটো চুক্তি বাদ দিয়ে বিপিএল খেলতে আসব? আপনাদের মধ্যে এখনো কোনো পেশাদারিত্ব আসেনি যে আমি বিপিএল খেলব।’

এর একদিন পরই ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, কুমিল্লা ভিক্টোরিয়ানসের মতো যে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো বিপিএলে অংশ নিতে আগ্রহী, তাদের ব্যাপারে বিসিবি সভাপতির মন্তব্য হচ্ছে, ‘বিপিএল নিয়ে সবকিছু হয়ে গেছে (সিদ্ধান্ত চূড়ান্ত)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক যে হচ্ছে না, এতে সন্দেহ নেই। এবার সেটির সুযোগ নেই। তবে দলের স্পনসর হতে কারও অসুবিধা নেই। কুমিল্লা (নামটা) থাকবে, কুমিল্লা ভিক্টোরিয়ানস নাও থাকতে পারে।’

বিসিবি যে এ বছর কোনো ফ্র্যাঞ্চাইজির কথা শুনতে আগ্রহী নয়, সেটি এদিন আরেকবার জানালেন নাজমুল। তবে নাফিসাদের জন্য একটা পথ খোলা রাখছে বিসিবি। নাজমুল বললেন, ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি। যারা আগ্রহী তারা আসবে। কাউকে বাদ দেওয়ার ইচ্ছে নেই। আমরা কাউকে বাদ দিতে চাচ্ছি না। কিছু বিষয় নিয়ে সমস্যা হচ্ছে আমাদের। এ সমস্যার স্থায়ী সমাধান চাই। যখন বুঝব এটিতে আর কোনো সমস্যা হবে না, তখন আগের ফরম্যাটে ফিরে যাব। সমস্যা তো ফ্র্যাঞ্চাইজিদের। দুদিন পর পর তারা অভিযোগ করছে। আমরা অভিযোগ করছি না। ওদের যখন এতই সমস্যা, আমরা তাদের সব সমস্যা নিয়ে নিলাম। যদি মনে করে সমস্যা হবে না, তাহলে তারা আসবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন