মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন আমেরিকান প্রতিনিধি দল

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৪৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বাস্তু বিষয়ক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রবিবার (১৫ সেপ্টেম্বর) রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার আসছেন।

একটি বিশেষ বিমানে করে মার্কিন প্রতিনিধি দলটি সকাল ১০ টার দিকে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে কক্সবাজার আসা বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার তাদের সাথে থাকবেন। বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্থ একটি নিশ্চিত করেছেন।

আমেরিকান প্রতিনিধি দলটি রিববার শহরের নুনিয়াছটায় মৎস্য অবতরণ কেন্দ্রও পরিদর্শন করবেন বলে জানা গেছে।

মৎস্য অবতরণ কেন্দ্রে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব রশিদ আহমদ ইতিমধ্যে কক্সবাজার এসেছেন।

জানা গেছে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে কক্সবাজারে আসা আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও মার্কিন প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে সৃষ্ট জটিলতা, এনজিও এবং আইএনজিও’র কর্মকান্ড সহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসনের সাথে বৈঠকে মিলিত হবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন