বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোরেলগঞ্জের পনগুছি নদীতে ফেরি চলাচল শুরু

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৫ এএম

বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কের মধ্য বর্তী মোরেলগঞ্জের পানগুছি নদী পারাপারের ফেরিটি দু’দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে আবার চলাচল শরু করেছে। ঘাটের পল্টুন মেরামতের জন্য গত শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী স্থানের এই ফেরিটি।

ঘাটের পল্টুন মেরামতের কাজ শেষ হওয়ায় শনিবার ভোর থেকে আজ সকাল পর্যন্ত মোরেলগঞ্জ শরণখোলা থেকে ৪০টি পরিবহন ঢাকা, চিটাগং, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশে ছেড়ে গেছে।

সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো: আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘সংশ্লিষ্ট সকলকে ফেরি বন্ধ থাকার বিষয়ে নোটিস দিয়ে ও মাইকিং করে জানানো হয়েছিল। গত দু’দিন ফেরির পল্টুনের মেরামত কাজ শেষে আজ সকাল থেকে আগের মত ফেরি চলাচল শুরু করেছে। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন