শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সিলেটে। সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয় রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। এরপর ফানুস উড়িয়ে সিলেট পর্বের টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা। উদ্বোধনী দিনে ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা (অনূর্ধ্ব-১৭) দলের মধ্যে বালক ও বালিকা গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষ হলে পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে দলগুলো। টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ব্রাজিলে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার এরকম তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন