বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অন্ধ্র প্রদেশে নৌকাডুবিতে নিহত ১২, নিখোঁজ ৩০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৫ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের গোদাভারি নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩০ জন।
ওই নৌকাটিতে ৬০ জন আরোহী ছিল। রোববার পর্যটকদের বহন করে একটি পর্যটন এলাকায় যাচ্ছিল নৌকাটি। এ সময় একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খায় নৌকাটি।
বিবিসিকে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ২৭ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীদের সেখানে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। নদী থেকে মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছেন তারা।
ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক নারী জানিয়েছেন, তার স্বামী এবং সন্তানের কোনো খোঁজ পাচ্ছেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি আমার স্বামী, সন্তানকে হারিয়েছি।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ওই এলাকার সব নৌকা চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন