শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নারী ব্যাংক কর্মকর্তার ২ শতাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৬ পিএম

পাঁচজন-দশজন নয়! ২০০ জনেরও বেশি ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক নারী ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি জাম্বিয়ায় এ ঘটনা ঘটেছে।
৩৯ বছর বয়সী ওই নারীর নাম মুটালে উইনফ্রিডা। তিনি জাম্বিয়ার জ্যানাকো ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জাম্বিয়ান অবজারভার’র প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া ২০০ জন ব্যক্তির মধ্যে ব্যাংকের গ্রাহক থেকে চাকরিপ্রার্থীরাও ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ওই নারীকে বরখাস্ত করেছে ব্যাংক।
জানা যায়, বাড়ি-গাড়ির ঋণ দেওয়ার আগে পুরুষ গ্রাহকদের নিজের শয্যাসঙ্গী হতে বাধ্য করেন তিনি। এ ছাড়া চাকরি ‘পাকা’ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও অনেক যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন উইনফ্রিডা।
কিন্তু একের পর এক অভিযোগ জমা পড়ায় ব্যাংকের ওই নারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন