শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

উপব্যবস্থাপনা পরিচালক হলেন মো. কাইসুল হক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৯ পিএম

মো. কাইসুল হক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়েছেন। তিনি রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি রূপালী ব্যাংকে সফলতার সহিত বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি সর্বশেষ মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের জনক। পিতা মৃত শমসের আলী মন্ডল এবং মাতা জোবেদা বেগমের ৯ সন্তানের মধ্যে কাইসুল হক সর্বকনিষ্ঠ। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ভারত, মালয়েশিয়া ও চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমন ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন