সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের পুত্র বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের জামিন আবেদন না মঞ্জুর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার যশোর জেলা জজ আদালতের বিচারক নাশকতার মামলায় তার জামিন নামঞ্জুর করেন।
আইনজীবী দেবাশীষ দাস জানান, ২০১৮ সালের ১৪ জুলাই যশোর কোতয়ালি থানার এসআই নুরুন্নবী একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ১৪ জুলাই দুপুর তিনটায় যশোর শহরের আরএন রোডের মার্কেন্টাইল ব্যাংকের সামনে ২০ দলীয় জোটের নেতা কর্মীরা নাশকতার জন্য জড়ো হয়। ওই দিন বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও মারুফুল ইসলামসহ তিনজনকে পুলিশ আটক ও দলটির ৪২ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে। মামলায় বোমা উদ্ধার ও নির্দেশদাতা হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের নাম উল্লেখ করা হয়। সোমবার আদালতে অমিত জামিনের আবেদন করেন কিন্তু বিজ্ঞ বিচারক আজ মঙ্গলবার দিন ধার্য্য করে তাকে কারাগারে পাঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন