শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শরীফুল ইসলাম জিন্নাকে দুদকের নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম


 জাতীয়পার্টির মনোনয়নে বগুড়া-২ আসনের এমপি মো. শরিফুল ইসলাম জিন্নার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এ নোটিস পাঠানো হয়। নোটিস প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তার সম্পদ বিবরণী দাখিল করতে হবে।
দুদক সূত্র জানায়, শরিফুল ইসলাম জিন্নার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে সংস্থাটি। এ পরিপ্রেক্ষিতে দুদক আইন-২০০৪ এর ২৬(১) ধারায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয়া হয়েছে। নোটিসে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/ বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়- দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম জিন্নার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন