শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইয়াবা কারবারে দুই বোন

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রাজধানীর মুগদা ও মতিঝিলে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ রেখা (৩২), তার ছোট বোন বিথী (৩০), বিল্পব রৌদ্র (২৮), জয়নাল মিয়া (৩০), চালক মুরাদ মিয়া (৩১) ও শিহাব উদ্দিন(৪৯)। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস জব্দ করে। সোমবার দুপুর ও রবিবার রাতে ধলপুরের সিটি পল্লী ও মতিঝিল থানার ১৪ নং ইনার সার্কুলার রোডে এই অভিযান চালায় পুলিশ। মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, সোমবার দুপুরে মুগদা থানার সিটি পল্লী এলাকা দিয়ে দুই বোন রেখা ও বিথী হেঁটে যাচ্ছিলেন। এসময় পুলিশের টহল টিম তাদেরকে আটক করে তল্লাশি চালায়। তাদের দুজনের ভ্যানিটি ব্যাগ থেকে প্রায় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মদিনাবাগের বাড়ি থেকে আরও ৩ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এদিকে, রবিবার রাত ৮ টার দিকে মতিঝিল থানার ১৪ নং ইনার সার্কুলার রোডে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিএমপি’র উত্তর গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হলোÑ বিপ্লব রৌদ্র, জয়নাল মিয়া, চালক মুরাদ মিয়া ও শিহাব উদ্দিন। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
রাজধানীতে গ্রেফতার ৭৪
এদিকে, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়। ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার ৬৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ২২৬ গ্রাম ২৩০ পুরিয়া হেরোইন ও ৭৫০ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন