মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলে আজ আবার নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৪ এএম

এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনের পরে অর্থাৎ মাত্র ৫ মাস পরেই আজ আবার জাতীয় নির্বাচন হচ্ছে ইসরাইলে। এপ্রিলের নির্বাচনে বিজয়ী হলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি জোট সরকার গঠনে ব্যর্থ হন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে আগাম নির্বাচন ঘোষণা করেন তিনি। সেই নির্বাচনে আজ ভোট দিচ্ছেন ইসরাইলিরা। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি লিকুদ পার্টি ও সাবেক সেনাপ্রধান বেনি গান্টজের মধ্যপন্থি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। চূড়ান্ত জনমত জরিপে বলা হয়েছে, দুটি দলই একে অন্যের কাঁধের ওপর নিঃশ্বাস ফেলছে। এ দুটি দলের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতা হলেও ক্ষমতায় কে আসবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ছোট ছোট দলগুলো। স্থানীয় সময় আজ সন্ধ্যা ৮ টায় ভোট গ্রহণ শেষে এবং বুথফেরত জরিপ প্রকাশিত হওয়ার পরই নতুন জোট গঠনের দরকষাকষি শুরু হয়ে যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন