শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় স্বর্ণ পদকপ্রাপ্ত ট্রেন চালকের আত্মহত্যা

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৫৮ পিএম

পাবনায় ট্রেনের নিচে মাথা দিয়ে স্বর্ণ পদক প্রাপ্ত অবসর প্রাপ্ত ট্রেন চালক আব্দুল লতিফ (৫৫) আত্মহত্যা করেছেন। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়েতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছিলেন স্বর্ণ পদক। সোমবার দিবাগত রাতে আব্দুল লতিফ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তার বাড়ি ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে । স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি। সূত্র মতে, দীর্ঘ দিন ধরে পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, পাকশী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের লাইনে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন আব্দুল লতিফ।
স্থানীয়রা জানান, জমি নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই অভিমানে আত্ম হননের করেন তিনি।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে গভীররাতে ঘটনাস্থল থেকে তার দ্বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন