শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদির ছবির দাম এক কোটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩০ পিএম

সরকারি কাজে গত ছয় মাসে বিভিন্ন জায়গায় সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সব সফরকালে বিভিন্ন উপহারও পেয়েছেন তিনি। সেই সব উপহার অনলাইনের মাধ্যমে তোলা হয়েছে নিলামে। সেই নিলামে নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি ফটো স্ট্যান্ডের বেস প্রাইস ছিল মাত্র ৫০০ রুপি। সোমবার তা বিক্রি হল এক কোটি রুপি। বাংরাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এক কোটি রুপিতে বিক্রি হওয়া সেই ফটোস্ট্যান্ডে ছিল গুজরাতিতে লেখা নরেন্দ্র মোদির বার্তা। সেটি ছাড়াও নিলামে উঠেছিল ধাতুর তৈরি একটি ভাস্কর্য। সেখানে বাছুরকে দুধ খাওয়াচ্ছে গরু। বেস প্রাইস দেড় হাজার হলেও ধাতুর ওই ভাস্কর্যটি নিলামে বিক্রি হয়েছে ৫১ লাখ রুপিতে। মোদিকে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির দেওয়া একটি উপহারও এ দিন বিক্রি হয়েছে নিলামে। রুপানির দেওয়া সেই রুপোর ঘটও বিক্রি হয়েছে এক কোটি রুপিতে।

এগুলি ছাড়াও শাল, পাগড়ি ও উপহার পাওয়া বিভিন্ন ছবি উঠবে নিলামে। সেই সব ছবির বেস প্রাইস রয়েছে ২০০ থেকে আড়াই লাখ রুপি পর্যন্ত। গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে এই অনলাইন নিলাম। আর তা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। সূত্র: টিওআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন