শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাজিরপুরে ১৩২ বস্তা সরকারি চাল জব্দ আটক ১

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩৫ পিএম

পিরোজপুরের নাজিরপুরে ১৩২ বস্তা সরকারি চালসহ আব্দুল হক শেখ (৪৫) নামে একজনকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার সংলগ্ন মো: আব্দুল হক শেখ এর মালিকানাধীন গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। তবে জব্দকৃত চাল যাচাই বাছাই শেষে রাত ১০ টার দিকে জ্ব্দকৃত চাল সহ আটক আব্দুল হক শেখকে থানায় নিয়ে আসে পুলিশ। নাজিরপুর অফিসার ইনচার্জ ওসি মো: মনিরুল ইসলাম মুনির জানান গোপন সংবাদের ভিত্তিতে খেজুরতলা বাজার সংলগ্ন আব্দুল হক শেখ এর মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এসময় ঐ গুদাম থেকে ১৩২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি পরিমান চাল রয়েছে যার পরিমান ৪ টন। আর এসব বস্তায় খাদ্য দুগামের নাম উল্লেখ সহ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে। সরকারি এ চাল গুদামে রাখার ব্যাপারে আব্দুল হক শেখ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। গুগাম মালিক আব্দুল হক শেখ (৪৫) কে আটক করা হয়েছে। এব্যাপারে ঐ গুদাম মালিক চালের মালিকানা দাবি করা আব্দুল হক শেখ জানান তিনি খাদ্য গুদামের লাইসেন্স ধারী ব্যবসায়ী হিসেবে ওই চাল উপজেলার শ্রীরামকাঠী গুদাম থেকে সোমবার বিকেলে এনেছেন বলে দাবি করলেও শ্রীরামকাঠী খাদ্য গুদামের রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রাণী মৃধা বিষয়টি অস্বীকার করে জানান এ চাল তাদের (খাদ্য গুদাম) এর নয় । এমনকি তিনি এ চালের ব্যাপারে কিছুই জানেন না। উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার বলেন ঘটনাটি আমি সুনেছি । খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাজিরপুর থানার ওসি মো: মুনিরুল ইসলাম মুনির জানান আব্দুল হক শেখের চালের গোডাউন থেকে ১৩২ বস্তা সরকারি চাল আটক সহ আসামী গ্রেফতার করেছি এবং তার বিরুদ্ধে মামলা নং-১১ তারিখ ১৭/০৯/২০১৯ ধারা বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারায় মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন