সীতাকুন্ডের হযরত পীর বার আউলিয়া (রহ.) ও আল্লামা হযরত আবদুর রশীদ আল-মাদানী (রহ.) এর বার্ষিক ওরশ আগামী ২২ সেপ্টেম্বর উক্ত দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওরশ শরীফ পরিচালনা কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর-গরু, মহিষ ও ছাগল ইত্যাদি জবেহ, বাদ যোহর-খতমে কোরআন, তাহলিল, জিকির আজকার, হযরত পীর বার আউলিয়া (রহ.) এর জীবনী আলোচনা, বাদ মাগরিব মিলাদ মাহফিল, বাদ এশা তবারক বিতরণ। মিলাদ মাহফিলে প্রধান অতিথি থাকবেন এমপি আলহাজ দিদারুল আলম।
প্রধান আলোচক থাকবেন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সা.)-এর সভাপতি ও হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ জামে মসজিদের খতিব পীরে ত্বরীকত হযরতুল আল্লামা আলহাজ শাহ্ছুফি মাওলানা ছাদেকুর রহমান হাশেমী (মাজিআ)।
এছাড়াও ওরশ শরীফে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন তশরীফ আনিবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন