শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

কারাগারের দেয়ালগুলো ভেঙে দাও

নতুন অডিও বার্তায় সদস্যদের প্রতি বাগদাদির আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ইসলামিক স্টেট (আইএস) এর নেতা আবু বকর আল বাগদাদির ৩০ মিনিটের নতুন একটি অডিও প্রকাশিত হয়েছে। ওই অডিও বার্তায় আইএস সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তোমরা তোমাদের ভাইবোনদের উদ্ধার করো। তাদের উদ্ধারে কারাগারের দেয়ালগুলো ভেঙে দিতে সর্বাত্মক চেষ্টা কর। তিনি তার অনুসারীদের প্রতি বিভিন্ন কারাগার ও শিবিরে বন্দি থাকা আইএস সদস্য ও নারীদের ছাড়িয়ে আনার আহŸান জানান। সোমবার আল ফুরকান নামে ওই মিডিয়ায় প্রকাশিত ৩০ মিনিটের অডিও বার্তায় বিভিন্ন কারাগার ও শিবিরে বন্দি থাকা আইএস সদস্য ও নারীদের মুক্ত করতে অনুসারীদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টার আহŸান জানানো হয়েছে। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখল করার পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন বাগদাদি। ধারণা করা হয়,আইএসের স্বঘোষিত খিলাফতের পতনের পর এখন তিনি ইরাক-সিরিয়া সীমান্তে আত্মগোপনে আছেন। লোকচক্ষুর অন্তরালে থাকা আইএস নেতা বাগদাদি ২০১৪ সালে একবারই নিজের ছবি তুলতে দিয়েছিলেন। ২০১৭ সালের জুনে বাগদাদির মৃত্যুর খবরকে ‘শতভাগ নিশ্চিত’ দাবি করেছিলেন রাশিয়ার কর্মকর্তারা। এর এক বছর পর এক অডিও বার্তা দিয়ে বাগদাদি জানিয়ে দিয়েছিলেন তিনি বেঁচে আছেন। তবে তারপরে আর তার কোনও বার্তা সামনে আসতে দেখা যায়নি। চলতি বছরের এপ্রিলে ১৮ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থান জানান দেন তিনি। আইএস বিভিন্ন দেশে হামলা চালানো অব্যাহত রেখেছে জানিয়ে সোমবার নতুন অডিও বার্তা প্রকাশ করেন বাগদাদি। অনুসারীদের তিনি প্রশ্ন রাখেন, একজন মুসলমান কিভাবে জীবন যাপন করতে পারে যখন ক্রসেডার আর তাদের শিয়া অনুসারীদের পরিচালিত অবমাননার কারাগারে নারীরা আটক থাকে। আইএস সদস্যদের জিজ্ঞাসাবাদকারী ও বিচারকদের ওপরও হামলার আহŸান জানান তিনি। অডিও বার্তায় কারাগার ও বন্দিশিবিরে আটক থাকা অনুসারীদের ধৈর্যধারণের আহŸান জানান তিনি। সিরিয়ার উত্তরপ‚র্বাঞ্চলীয় হাসাখেহ প্রদেশের একটি শিবিরে প্রায় ৭৩ হাজার মানুষ আটক রয়েছে। এদের অনেকেই আইএস সদস্য ও তাদের পরিবারের সদস্য। এছাড়া সিরিয়া ও ইরাকের বহু কারাগারে আইএস সদস্যরা আটক রয়েছে। আল ফুরকান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন