শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিইউপি ন্যাশনাল ল ফেস্ট-২০১৯ পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার মিরপুর সেনানিবাসস্থ বিইউপির বিজয় অডিটোরিয়ামে সমাপ্ত BUP National Law Fest-2019 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন -ছবি: আইএসপিআর


মিরপুর সেনানিবাসস্থ বিইউপির বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এর ডিপার্টমেন্ট অব ল এর উদ্দ্যোগে মঙ্গলবার তিনদিন ব্যাপী BUP National Law Fest-2019 এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল ফেস্ট এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন, হাই কোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার এবং সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বিচারপতি তার বক্তৃায় বাংলাদেশের মত রাষ্ট্রে সাংবিধানিক শাসনের পবিত্রতা সম্পর্কে আলোচনা করেন। একটি সংবিধান নির্ভর সমাজ গঠনের লক্ষ্যে মূল চাবিকাঠি হিসেবে তিনি বিশেষভাবে জোর দিয়েছেন মানুষের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের উপর। এছাড়াও, আন্তর্জাতিক শান্তি এবং শৃংখলা বজায় রাখতে বাংলাদেশের সামরিক বাহিনীর অবদান প্রশংসার সাথে উল্লেখ করেন। জাতীয় আইন উৎসবে যোগদানকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। বাংলাদেশের ১৬টি বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী উক্ত ল ফেস্ট এ অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় আইন উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল সম্ভাবনাময় পেশা হিসেবে আইন পেশা এবং এর নানা বিষয়ের উপর আলোকপাতসহ আইনের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।-আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন