মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিদ্যালয়ের ফ্যান খুলে পড়ে আহত ২ শিক্ষার্থী

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০৩ পিএম

শ্রেণি কক্ষের সিলিং ফ্যান খুলে পরে দুই শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৪৫ নং দক্ষিণ হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ার সময় এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থীর নাম তাছমিয়া আফরু জুই (১২), ও সুবর্ণা আক্তার (১১) নামের দুই তারা ঐ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সহপঠি প্রতক্ষদর্শি ব্যক্তিরা জানান ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংসু কুমার মজুমদার সকাল ৮ টা হইতে ৯ টা পর্যন্ত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের একটি প্রাইভেট ব্যাচ পড়ানোর কয়েক মিনিট পরেই চলন্ত ফ্যানে বিকট শব্দ হয়। সিংলিং ফ্যানের চিনে বসা তাছমিয়া আফরু জুই (১২), ও সুবর্ণা আক্তার (১১) এর মাথায় ফ্যানের পাখার আঘাত লাগে। এতে প্রাইভেট পড়–য়া অন্য শিক্ষার্থীরা ভয়ে হই চই করে শ্রেণি কক্ষ থেকে বেড় হয়ে যায়। প্রাইভেট শিক্ষক হিমাংসু কুমার মজুমদার তাৎখনিকভাবে আহত দুই শিক্ষার্থীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জুয়েল জানান বিষয়টি আমি শুনেছি স্কুল চলাকালীন সময়ে নাকি প্রাইভেট পড়ানোর সময় ঘটনাটি ঘটেছে তা আমি সঠিক জানি না। তবে আহত শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ আছে। ঐ ইউনিয়নের ক্লাষ্টারের এটিওকে সরেজমিনে গিয়ে দেখার জন্য বলা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন