শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

আগামী বছর নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষা করতে পদক্ষেপ নেয়া হচ্ছে : সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ৬:২৫ পিএম

আগামী বছর নগরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পদক্ষেপ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ নগর ভবনে সাংবাদিকদের বলেন, ‘ভবিষ্যতে এই শহরে এবারের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, আগামী বছর যাতে আমরা আমাদের নাগরিকদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারি সেই প্রচেষ্টা নেয়া হচ্ছে।’

নগর ভবনের ব্যাংক ফ্লোরে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে অভিজ্ঞতা জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণের সব প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। আমরা আগস্টে ঘোষণা দিয়েছিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। এখন সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ চলে। ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টা এমন নয়। তবে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু সারাদেশে এই প্রকোপ এখনও রয়েছে। তবে তা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে।’

তিনি জানান, ডেঙ্গু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নির্মূল এবং এর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫ বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
মেয়র বলেন, কর্পোরেশনের বিদ্যমান জনবল কাঠামো সংশোধনের মধ্য দিয়ে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট নামে একটা বিভাগ তৈরি করা হবে। যার মাধ্যমে আমাদের গৃহীত প্রকল্প ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।

তিনি জানান, সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন দেশটির মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অব হেলথ এবং হেলথ ইন্সটিটিউটের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর একটি স্থায়ী সম্পর্ক গড়ে উঠবে।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Imran ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৫৮ পিএম says : 0
Disgusting Larva found in the student mess, because they don't clean flat.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন