বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

উদ্বোধন হলো আইয়ুব বাচ্চু স্মরণে রূপালি গিটার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

অবশেষে কিংবদন্তী ব্যান্ড সঙ্গীতশিল্পী মরহাম আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রামের প্রতর্বক মোড়ে রূপালি গিটার ভাস্কর্য উদ্বোধন করা হলো। চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে এই আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরশন (চসিক)। আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। তখন থেকে তার ভক্তদের পক্ষ থেকে দাবি উঠছিল তার বিখ্যাত রূপালি গিটারের আদলে একটি চত্তর করা হোক। এই দাবী বাস্তবায়ন করলো চট্টগ্রাম সিটি করপোরেশন। স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়ে। শিল্পীর প্রতি এই সম্মান প্রদর্শন করায় ভক্তরা চসিককে ধন্যবাদ জানিয়েছেন। ২০১৮ সালে নগরের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত চারলেন বিশিষ্ট সড়কটির সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করে চসিক। অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্ট যৌথ উদ্যোগে এ সৌন্দর্যবর্ধনের কাজ করছে। সেই চুক্তি আওতায় মোড়ে বসানো হয়েছে আইয়ুব বাচ্চুর রূপালি গিটারের আদলে এই গিটারটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন