বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জম্মু-কাশ্মীরকে রাজনীতিশূন্য করার চেষ্টা চলছে : রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী কংগ্রেস দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বিশেষ করে জননিরাপত্তা আইনের অধীনে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে গ্রেপ্তার দেখানোতে ভীষণ ক্ষেপেছেন তিনি। মঙ্গলবার তিনি বলেন, এনডিএ সরকার জাতীয় নেতাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গান্ধী পরিবারের উত্তরস‚রি রাহুল এমন অভিযোগ করেন। তিনি বলেন, মোদি সরকার জম্মু-কাশ্মীরে রাজনীতি শ‚ন্য করে ফেলার চেষ্টা করছে। আর এই শ‚ন্যস্থান তারা প‚রণ করবে সন্ত্রাসীদের দিয়ে। কাশ্মীরে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে সরকার পুরো দেশকে একই রকম মেরুকরণের চেষ্টা করবে। তিনি আরো বলেন, এটা স্পষ্ট যে, সরকার ফারুক আবদুল্লাহর মতো জাতীয় নেতাদের সরিয়ে দেয়ার মাধ্যমে জম্মু-কাশ্মীরে রাজনৈতিক ক্ষেত্রকে শ‚ন্য করে দেয়ার চেষ্টা করছে। তাই স্থায়ীভাবে ভারতকে মেরুকরণের একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে কাশ্মীরকে। টুইটে ফারুক আবদুল্লাহসহ সব বন্দির অবিলম্বে মুক্তি দাবি করেন রাহুল। তিনি লিখেছেন, সরকারের উচিত হবে জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের জন্য স্থান সৃষ্টি করে দেয়া বন্ধ করা। আর যতটা তাড়াতাড়ি সম্ভব জাতীয় নেতাদের মুক্তি দিতে হবে। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে জননিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তারে ভারতে সব বিরোধী দলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। টুইটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন