মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসির চেয়ে বেশী ব্যালন ডি অর জিততে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:০৭ পিএম

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চেয়ে বেশী সংখ্যক ব্যালন ডি অর খেতাব জিতে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা ব্যক্ত করেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

৩৪ বছর বয়সী এই তারকা পাঁচ বার ফ্রান্সের বিখ্যাত ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন। সমান সংখ্যক খেতাব জিতেছেন মেসিও। তবে ক্যারিয়ার শেষ করার আগে মেসির চেয়ে বেশী খেতাব পেত চান রোনালদো। বৃটেনের আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি, ‘মেসিও ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছেন। তার উপরে থাকতে আমার ছয়, সাত বা আটটি খেতাব থাকা দরকার। আমার মনে হয় আমি এর যোগ্য।’

‘আমর সঙ্গে তার কোন বন্ধুত্ব নেই। তবে ১৫ বছর ধরে আমরা শ্রেষ্ঠত্ব ভাগাভাগি করে আসছি। আমার মনে হয় মেসিই আমাকে অপেক্ষাকৃত ভাল খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছেন। একইভাবে আমিও তাকে অনুপ্রেরণা জুগিয়েছি আরো ভাল খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে।’

জুভেন্টাসের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে রোনালদো পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। তার নেতৃত্বেই ২০১৬ সালের উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ ও ২০১৯ সালের উয়েফা ন্যাশন্স লিগের শিরোপা জেতে পর্তুগাল।

রোনালদো বলেন, ‘আমি রেকর্ডকে অনুসরণ করি না। রেকর্ডই আমাকে অনুসরণ করে। আমি সফলতায় আসক্ত হয়ে গেছি। তবে এটিকে আমি খারাপ মনে করি না। আমার মনে হয় এটি ভাল। যা আমাকে অনুপ্রাণীত করে। আপনি যদি অনুপ্রাণীত হতে না পারেন, তাহলে থেমে যাওয়াই ভাল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন