শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাঘাইছড়িতে দুই জেএসএস কর্মী খুন

স্টাফ রিপোর্টার, রাঙামাটি | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পাহাড়ের উপজাতীয় সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আবারও দুই উপজাতীয় আঞ্চলিক সংগঠক নিহত হয়েছে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা বুধবার পূর্বরাতে তাদের গুলি করে হত্যা করে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন নবছড়া এলাকায় গুলিতে নিহত ওই দু’জনই সংস্কারপন্থি জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য। তাদের নাম, রিপেল চাকমা (২৫) ও বর্ষন চাকমা (২৪)। তারা উভয়েই ওই এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘর থেকে ধরে নিয়ে বাড়ির পাশে গুলি করে তাদেরকে হত্যা করা হয় বলে সংস্কারপন্থি জেএসএস এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলটির দাবি পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সন্ত্রাসীরাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এমএ মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল অত্যন্ত দূর্গম এলাকায় হওয়ায় নিহতদের লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে। নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়েছে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, এর আগে গত ১১ আগস্ট একই উপজেলার বাবু পাড়ায় প্রতিপক্ষের গুলিতে অপর এক সন্ত্রাসী নিহত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন